তৃষার ভাষা / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
তৃষার ভাষা দীননাথ চক্রবর্তী কী বলি বলতো আজ কমলা কম জল তো গড়ায়নি বরাকের বুক দিয়ে সেদিনের মতো সংখ্যায় সংখ্যায় আজ সাত মন তেল ও পোড়ে তবু রাধা নাচে না… নাচে রঙিন বেলুন নাচে বায়বীয় স্বপ্ন নাচে ভোগ কেরিয়ার আর সংখ্যা… আজ যেন বড্ড কালিদাস যে ডালে বোসে সেটাই কাটি তাইতো হামেশাই পড়ে যাই…