‘ক্ষুদ্র তবু তুচ্ছ নয়’ – শিশু চরিত্র বিনির্মাণে সফল সৃজনে শ্রী সত্যজিৎ রায়: / শ্যামাপ্রসাদ সরকার
প্রবন্ধ- ৪ ‘ক্ষুদ্র তবু তুচ্ছ নয়’ – শিশু চরিত্র বিনির্মাণে সফল সৃজনে শ্রী সত্যজিৎ রায়: —————- – শ্যামাপ্রসাদ সরকার যে শিশু প্রায় আড়াই বছর বয়সে তার পিতাকে হারিয়ে বড় হয়েছে আর তার এই বেড়ে ওঠার জগতের ছাপটিতে অতি আপনজনকে হারিয়ে উঠেও প্রগাঢ় এক দীর্ঘমেয়াদি অভাববোধটি যে আগামীদিনের সৃষ্টির একটা প্রমিথিয়ান অগ্নিসংযোগ ঘটাবে সেটা বোধহয়…