তুমি আছো বলে / রতন চক্রবর্তী / বাংলা কবিতা /
তুমি আছো বলে রতন চক্রবর্তী মাগো , আজো তুমি আছো বলে আমি তোমায় ডাকতে পারি মা,ও-মা,মা বলে | আজো তুমি আছো বলে পরম শান্তির নিদ্রায় যেতে পারি তোমার কোলে || আজো তুমি আছো বলে তোমার কাছে সুখ-দুঃখের কথা বলতে পারি | আজো তুমি আছো বলে জীবনে চলার পথে সু-পরামর্শ নিতে পারি || আজো তুমি…