ফসকে গেলো / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
ফসকে গেলো….. ✍️ প্রদীপ সরকার রাস্তার ধারে শুয়ে ওই, ঘেয়ো কুকুরটা চেঁচায় ঘেউ, ঘেউ ঘেউ ঘেউ। খানিক চেঁচিয়ে শেষে, হয়ে যায় নিশ্চুপ, ওর কথা শোনার মতো যে হায়, আজ নাই কেউ। ব্যাস্ত সবাই আজ নিজের চরকায় তেল লাগাতে। কার পা চাটলে যে মিলবে কিছু, সময়টা কেটে যায় তার খোঁজ করতে। ঠিক এমনই যেন ঘটনা নানা…