মুক্ত তুমি / আগন্তুক / বাংলা কবিতা /
মুক্ত তুমি আগন্তুক যাও তুমি যেথায় যেতে চাও, মুক্ত তুমি পেখম তুলে নাও, দিলাম তোমায় অনন্ত নীল আকাশ, দিলাম তোমায় যা আছে মোর তাও! যেদিন নিভবে বাতি মোর আঁধার ঘণায়, যেদিন দেবো পাড়ি সব ছাড়ি দূর অজানায়, সেদিন না হয় একটি বার , এসো তুমি প্ৰিয়, এসো মোর নিথর দেহের অন্তিম ইচ্ছায়! তুমি ছাড়া কে…