তিস্তা পারের রহস্য (পঞ্চম পর্ব) / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
তিস্তা পারের রহস্য (পঞ্চম পর্ব) সলিল চক্রবর্ত্তী ১৮/০১/১৯৮৬ আজ চার মাস পর দিনলিপি লিখতে বসলাম। চরম অসুস্থতার কারনে যা এতদিনে লিখতে পারিনি। আজও পারতাম না, যদি না এই শ্মশান সংলগ্ন গোর্খা বসতির মানুষ গুলো আমাকে অজ্ঞান অবস্থায় মোহনার বরফ গলা ঠাণ্ডা জল থেকে তুলে এনে সেবা শুশ্রূষা করে সারিয়ে না তুলত। এরা আমার নব জন্মের…