বৃষ্টি সকালবেলা! জল তরঙ্গে খেলা / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
বৃষ্টি সকালবেলা! জল তরঙ্গে খেলা!! প্রেমাঙ্কুর মালাকার টাপুর টুপুর বৃষ্টি নুপুর! আষাঢ়ে সকাল বেলা- গাছের পাতায় বৃষ্টি মাতায়! জল তরঙ্গে খেলা! জলে টুপটাপ পাতা ধুয়ে সাফ, কী খুশির শিহরণ; নাচে আহ্লাদে!কতদিন বাদে! আজ এলে বর্ষণ! গাছ তরুলতা কানে কানে কথা, বলে বৃষ্টির সাথে- গ্রীষ্মে কাহিল! ওরা সাবলীল! আষাঢ়ের ধারাপাতে! মেঘে আর গাছে প্রেম প্রীতি আছে,…