সত্যশ্রী রুদ্র / নবু / বাংলা ছোট গল্প /
সত্যশ্রী রুদ্র নবু শরতের এক নিস্তব্ধ রাতে, যখন আকাশ ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন এক সাঁঝগোধূলির পরিসর অতিক্রান্ত হওয়ার পর, যখন শহরের শব্দসমূহ মুছে গিয়ে এক নিঃশব্দতা বিরাজ করে, তখন আমাদের অস্তিত্বও যেন এক অদ্ভুত সময়ের খোঁজে বেরিয়ে আসে। আকাশের বিশালতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলার কিছু মুহূর্তে, আমরা এক অদৃশ্য শক্তির কাছে যেন হার…