তিস্তা পারের রহস্য (আন্তিম পর্ব) / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
তিস্তা পারের রহস্য (আন্তিম পর্ব) সলিল চক্রবর্ত্তী ডাইরিতে আর কিছু লেখা নেই। কারন সাধু বাবার জীবনে সেই সুযোগ আর আসেনি। সাধু বাবার লেখা শেষ কথা গুলো (হয় হাজার হাজার অতৃপ্ত আত্মার মুক্তির ব্যবস্থা করব,নয়তো নিজেই অতৃপ্ত আত্মা হয়ে ইহলোকে মুক্তির আশায় ঘুরে বেড়াব।) কয়েকবার পড়ে অরুন রায়ের চোখ ফেটে কখন যে কয়েক ফোটা জল খাতার…