স্বপ্ন / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
স্বপ্ন দীননাথ চক্রবর্তী স্বপ্ন রে! তুইও গেলি চলে রঙ বদলে আমাদের ছেড়ে ক্ষমতার দলে কেন গেলিরে ? কী পাবি তুই ? এই অতিমারিতে। যাস না যাস না ওরে যাস না চলে তুই মুখ ফেরালে কী নিয়ে বাঁচবো ওরে ? বল তাহলে ? তুই তো বাঁচার মূলে জানিস তো ভালো করে জীবনের ধারাপাতে। স্বপ্ন রে !…