রথ যাত্রা / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
রথ যাত্রা কাকলি ঘোষ “ দাদুভাই রথের দিন ঠাকুর মাসীর বাড়ি যায় কেন? ” একমনে চায়ের কাপে চুমুক দিতে দিতে কাগজ পড়ছিলেন অবিনাশ। আচমকা প্রশ্নে একটু থতমত খেয়ে যান। তারপর সামলে নিয়ে প্রশ্ন করেন, “ তোমার আজ স্কুল ছুটি নাকি দাদুভাই?” ঘাড় নেড়ে’ না ‘ বলে একেবারে দাদুর কোলে উঠে বসে তিতাস। “ তাহলে স্কুলে…