বিশ্বকবির প্রতি / আগন্তুক / বাংলা কবিতা /
বিশ্বকবির প্রতি 22শে শ্রাবন আগন্তুক জীবনের চলার পথে সব গলিতে, মরনের পালকী চড়া স্বর্ন রথে। তোমারেই পাই যে সদা আপন ভুলে, বিরহের মর্মগাঁথা সুখময় প্রেমপীড়িতে! তোমার ঐ কাব্যমালার রূপকথারা, তোমার ঐ জীবন কথা গীতবিতানের, তোমার ঐ সুরের জাদু চিত্রকলা, বাজে যে মধুর সুরে প্রতি প্রাণে। তুমি যে যুগাবতার মহাসাধক অগ্নিপুরুষ, তুমি যে প্রেমহৃদয়ী মনপ্রিয়র্ষি, তুমি…