ওস্তাদ-জি (আলি আকবর খান সাহেব ) / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
ওস্তাদ-জি (আলি আকবর খান সাহেব ) শ্যামাপ্রসাদ সরকার যখন তোমার সরোদ ছিল আর মনটা ছিল বাজনায়, ঘুমায় এখন নীরব আঙুল পবিত্র ওই জানাজায়। রংটা ছিল হয়ত কাফি, কিংবা ইমনভূপালী পরজ্ বসন্ত গলির মোড়ে সরোদ নেশায় কাঙালী। তবুও ছিল গর্ব অনেক, বেহাগ দিত সাড়া অর্ধেক তার বিলম্বিত আর অর্ধেক তার কানাড়া। সেতারও ছিল জুড়িদারেরও পিতার…