নীললোহিত, তোমাকে / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
নীললোহিত, তোমাকে শ্যামাপ্রসাদ সরকার ধরা যাক ! আজ দিকশূন্যপুরের দিকে হেঁটে যাচ্ছে একজন যুবক সেই মধ্যরাত্রির জাতকের হাতে দুলছে গত জন্মের সেই সময়ের প্রথম আলো! কানের পাশে শুভ্রতা উঁকি দেয় স্পষ্ট নজরে পরণে ঢোলা হাফশার্ট, তাতে যদিও দুটো বোতাম নেই তাও বুকের মধ্যে টলটল্ করে বইছে ওপার বাংলা তাও পায়ের নীচে ধলভূমগড়ের রুক্ষ লাল আঁচর…