শরতের কাশফুল / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
শরতের কাশফুল সুপর্ণা দত্ত ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ রোমানিয়ার আদিবাসী ছন গোত্রীয় ঘাস, বাংলার রূপ-মাধুর্য্য বাড়ায় ভাদ্র-আশ্বিন দুই মাস। ধূ-ধূ করা ফাঁকা মাঠে যতদূর যায় চোখ, বসুন্ধরার শুভ্র বসনেই যেন আগলে রাখে সুখ। পাহাড়-নদী,উঁচু-নীচু,জলাভূমির দূর-দিগন্ত জুড়ে, ধারালো চিরল পাতার কাশের ঝাড় ওঠে বেড়ে। ভাদরের আকাশ, সূর্য সাদা মেঘে ঢাকা, সেথায় যেন দুর্গা মায়ের আগমনের পথটা আঁকা। শরতের হিমেল…