বৃষ্টিভেজা বুধবার / নবু / বাংলা কবিতা /
বৃষ্টিভেজা বুধবার নবু আজ বুধবার, বৃষ্টিভেজা দিন, সারারাত আকাশে মেঘের ডাকাডাকি। সকালে উঠে দেখি, রাস্তাঘাট জল থৈ থৈ, সকালেও জল, ভিজে গেছে ছাতা, জুতা, কাপড়। স্কুলের বন্ধুরা কেউ কেউ ছাতা নিয়ে এসেছে, কেউ কেউ ছাতা ছাড়াই ভিজে ভিজে স্কুলে এসেছে। আমিও ছাতা ছাড়াই স্কুলে এসেছি, বৃষ্টিভেজা রাস্তায় হাঁটতে ভালো লাগছে। বৃষ্টির জলে ভেজা গাছপালা, বৃষ্টির…