মায়ের আগমনে / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / আগমনী সংখ্যা /
“মায়ের আগমনে” রণজিৎ মন্ডল মায়ের আগমনে আনন্দ মন বনে, দুলিছে ঘনঘনে, শুভ্র কাশ বনে। মাতাল হাওয়া যেন নরমে গরমে, ঝরিছে ঝিরিঝিরি, গরজি ক্ষণে ক্ষণে বাদল মেঘ সনে! আকাশে বাতাসে নতুন আভাসে মাতিছে শুভ্র মেঘ মাঝে পাখিরা কি আশে? আসিয়া দেখ মা, তোমারি পরশে শরতের বরষে তোমার চরণতলে জীবকূল হাসে। সবুজ পাতাতে গাছেরা বনেতে, নিস্ম ভিখারি…