হিয়া / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
হিয়া মৌসুমী ঘোষাল চৌধুরী পিয়ানোর সুরে সুরে পাগলপারা, মাতলা নদীর বুকে সুবাসে ভেসে আসা কফিকাপ, সাদাটে ধোঁয়ায়, সকাল সকাল , কবিতার জন্য গাছের পাতায়, লালনের গানে কাঁসার বাসনের শব্দ বিহারে, জানলায় চোখ মেললে রাধাচূড়ায় ধানগন্ধে বিলীন হামিং পাখির পালকে জড়ানো রঙমিলান্তি ভোরাই চোখের জলবৃত্তে, পুকুরের কচুরীপানা ফুলেল নামের ঘরে, ঘরের লাল মেঝে জুড়ে, মেঘকন্যার অবিন্যস্ত…