এক অঙ্গে এত রূপ / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
এক অঙ্গে এত রূপ সুপর্ণা দত্ত আমায় পায়ে পিষে চলে যেও না, আমি যে এক অবলা নারী! শতকষ্টেও সংসার ডিঙ্গির হাল টেনে যেতে পারি। জীবন ডিঙ্গিকে আমৃত্যু বয়ে নিয়ে যেতে পারি। আমি যে অবলা এক নারী।। আমাকে অবহেলা কোরো না, কষ্ট সহ্য করতে করতে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, অত্যাচার আর নিপীড়ন যখন ওঠে চরম…