উদ্ধারণপুরের শ্মশানে / কর্ণ শীল / বাংলা ছোট গল্প /
উদ্ধারণপুরের শ্মশানে কর্ণ শীল ।। এক ।। ঘোলাটে আকাশটার দিকে তাকিয়ে থাকতে থাকতে নিবারণ মুখ ব্যাজার করে বললো, ‘কত্তা, আজ তো বৃষ্টি হবে মনে হচ্ছে, জল ধরাতেই হবে?’ থেলো হুঁকোটা এক পাশে নামিয়ে রেখে বৃদ্ধ তারিণী মুখুজ্জে খকখক করে কিছুক্ষণ কাশলেন। তারপর এক দলা কফ দালানের নিচে ফেলে খিঁচিয়ে উঠলেন, ‘বৃষ্টি হলে টোকা মাথায় দিয়ে…