যদি / রতন চক্রবর্তী / বাংলা কবিতা /
যদি রতন চক্রবর্তী মনের অসুর , সমাজের অসুর একটি অসুরও মারতে পারিনি আমরা কি লাভ তবে পালন করে মিথ্যার এই বিজয় উৎসব বিশ্বজোড়া ? রাবনের কুশপুত্তলিকা দহন করে রাবন যদি সত্যই ধ্বংস হয়ে থাকে তবে কেন বলতে পারো সইতে হয় আজও রাবনের অত্যাচারটাকে ? তাই বলি যদি বিজয় উৎসব সুখের উৎসব পালন করতেই হয় ঘরে,বাইরের…