আমার স্বদেশ ভূমি / অরবিন্দ নাহা / বাংলা কবিতা /

আমার স্বদেশ ভূমি অরবিন্দ নাহা গ্রীষ্মের কাঠফাঁটা রোদ্দুরে বর্ষার ভরা পুকুরের টলটলে জলে শরতের নীল আকাশে হেমন্তে,-বাতাসের ফুলের সুবাসে শীতের রাতে লেপের ওমে বসন্তে কোকিলের ডাকেও– তুমি, আমার স্বদেশ ভূমি। মন্দিরের কাঁসর ঘন্টায় তুলসী তলায় প্রদীপের শিখায় সন্ধ্যার শঙ্খ ধ্বনিতে ক্যাথিড্রাল চার্চের প্রেয়ারে মসজিদের আজানে খুশির ঈদের চাঁদেও– তুমি আমার স্বদেশ ভূমি। মায়ের স্নেহের আঁচলে…

‘ভালোবাসা’ যখন আগুন / সুমান কুন্ডু / বাংলা কবিতা /

‘ভালোবাসা’ যখন আগুন – সুমান কুন্ডু আদিকাল থেকে আগুন জ্বেলেছি আমরা হয়তো বা ভালোর জন্যই নিভে গেছে তা কখনও ঝড়ে, বাদলে উড়ে গেছে এক স্থান থেকে অন্যত্র তবু জিইয়ে রেখেছি তুষের মত। আকাশে আগুন ধরতে দেখেছো? নীলাকাশজুড়ে ছড়িয়ে রক্তিম আভা, সেই দুরূহ কাজও করেছি দাবানল হয়ে ছড়িয়ে পড়েছি বন থেকে বনান্তরে। বেঁচে রয়েছি ঐ অবাক…

সেকালের পিঠে / অসিত ঘোষ / বাংলা কবিতা /

সেকালের পিঠে অসিত ঘোষ শীত পড়েছে ঠান্ডা হাওয়ায় নতুন ধানের চালের গুড়ায়, পিঠে করার কাজ পেয়েছে মা ঠাকুমা বড়মা বসেছে। কাঠ জ্বালিয়ে উনুনের ধারে কেউ চাল গুড়ি মারে, কেউবা গুড় জ্বাল দেয় পুর ভরে পিঠে পাকায়। রকমারি পিঠে বানায় পাটি পেটের ভিতর ক্ষীর খাঁটি, নারিকেল কিংবা তিল ভরে ভাঁপা য়ে তুলে রাখে ঘরে। চিটে গুড়…

কুহেলি / প্রদীপ সরকার / বাংলা কবিতা /

কুহেলি প্রদীপ সরকার তুমি সুন্দর, অতি সুন্দর, বুঝি মোর অনুভবে। যদিও তোমায় দেখিনি কখনও আগে। তুমি নাকি নিরাকার শুনেছি তা লোকমুখে। জানিনা, তবে যে কিভাবে, তুমি জন্ম নিয়েছো যুগে যুগে। শুনেছি, তুমি নাকি সর্ব গুণেতে গুণী। অধর্ম বিনাশ করে, বারবার তুমি মানুষেরে করো ঋণী। শুনেছি তুমি নাকি সর্ব প্রাণের আধার। অর্বুদ কোটি ব্রম্ভান্ড নাকি তোমাতেই…

বুঝে নাও / রতন চক্রবর্তী (সাফাই) / বাংলা কবিতা /

 বুঝে নাও  রতন চক্রবর্তী🇮🇳 (সাফাই) ✳✳✳✳✳✳✳✳✳✳✳ অর্থবান, জ্ঞানবান গরিব, মূর্খ সাধু, শয়তান চালাক, বোকা বিবেকহীন,বিবেকবান সকলেই আজ খাচ্ছে ☀সূর্যদেবের অগ্নিবাণ | কোথায় গেলো হিন্দু, কোথায় গেলো মুসলিম, কোথায় গেলো খিস্টান 🏰🕌⛪ কোথায় গেলো লাল, নীল, হলুদ, সবুজ গেরুয়া ধারি ক্ষমতাবান ! পারছে না কেউ বাঁচাতে নিজেকে বাঁচাতে অপরের প্রাণ | বুঝে নাও,তাঁর কাছে নাই কোন…