ননীগোপাল ডট কম (তৃতীয় পর্ব) / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ধারাবাহিক গল্প /
ননীগোপাল ডট কম (তৃতীয় পর্ব) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ননীগোপাল নিজের মনে বকবক করতে থাকে। ভবেশ বলে “কী হচ্ছে কী ননীদা। একশবার বলছি একটা ব্যবস্থা ঠিক হবে”।আবোলতাবোল বকে যায় ননীগোপাল। ভবেশকে উদ্দেশ্য করে বলে “জীবনের এটাই সত্য ভবেশ। সংসারে আমি শুধুই সং। টাকা উপায়ের যন্ত্র ভেবে রেখেছে। তুই একবার ভেবে দেখ আমার মৃত্যুতে ওদের কিছুই যায় আসে…