ঝিঙেফুল / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প /
ঝিঙেফুল ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ঝিঙেফুলের মতো রোদ ঝলমলে আকাশ। এমন দিনে মনটাও উছলে ওঠে যেন। মাঝিপাড়ার প্রতিটি ঘরে আজ আনন্দের ঢেউ। গরীব গুর্বোদের এই পাড়াতে অরন্ধন উৎসব। কত কী যে রান্না হবে ঘরে ঘরে। এই পাড়ার একটাই তো মন্দির। সেখানে মা মনসা পূজিত হন। জেলেরাই পুজো করে। ভাদ্দর মাস।সংক্রান্তিতে সবাই ভিজেভাত খাবে। আগের দিনের রান্না বাসি…