তৃতীয় ভোটটা কার? কিছুতে পাবেনা পার! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
“তৃতীয় ভোটটা কার? কিছুতে পাবেনা পার!” প্রেমাঙ্কুর মালাকার নির্বাচনের, পুরো ফলাফল, সবার সামনে এলে- প্রতিদ্বন্দ্বীর,স্ত্রীর সেকি রাগ! কেন তিন ভোট পেলে? একটা তোমার, একটা আমার, তৃতীয় ভোটটা কার? আমি গোয়েন্দা, লাগাবো পেছনে, কিছুতে পাবেনা পার! প্রথম থেকেই, তোমার উপর, এ রকম সন্দেহ- হচ্ছিলো খুব!রয়েছে তোমার, গোপন প্রেমিকা কেহ? আমার প্রেমিকা,শুধুই তুমিগো! মাইরি বলছি খুলে! তৃতীয়…