আমার মনের পতাকার রং / অসিত ঘোষ / বাংলা কবিতা /
আমার মনের পতাকার রং অসিত ঘোষ আমার মনের পতাকার রং আমার গর্বের রং, অনেক ভাল হাসিটা পতাকার মধ্যে থাকা বিষন্নতা গুলো আড়ালে ঢাকা তবু রাস্তা পার হতে হয় একাকী খুঁজেতে হবে না আর স্বাধীনতা আমার রঙে ভরে উঠুক পাখির সুরে বেজে উঠুক ভোরের আকাশে জেগে উঠুক। ফিরিয়ে দাও সবকিছু, যা হারিয়েছি। কেন যে আমায় বার বার…