কে ওখানে ? / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
কে ওখানে ? সলিল চক্রবর্ত্তী “ভাই সামান্য কিছু মাল, দোতলায় একটু তুলে দিও। কিছু বকশিস দিয়ে দেব।” দেবানজন চক্রবর্তী, ওরফে দেবু চক্রবর্তী, ভীষণ মিতব্যয়ী মানুষ। যৌথ পরিবার ভুক্ত ছিল, কিন্তু মতের অমিল হওয়ায় বাড়ি ছেড়ে চলে আসে। গ্রাম কেন্দ্রিক অফিস, অফিস থেকে পাঁচ সাত কিলোমিটার ভিতরে এক মুসলিম অধ্যুষিত গ্রামে এই বাড়ীটির সন্ধান পেয়েছে।…