প্রাণসখা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
প্রাণসখা রণজিৎ মন্ডল রিক্ত না হলে দূঃখ না পেলে তোমাকে যাই যে ভুলে, আমায় দাও গো দূঃখ রাখো গো সুক্ষ দিওনা রসনায় রসাতলে! আমায় দাও গো দূঃখ… যদি সুখ পাই তোমায় ভুলে যাই, ভাসি যে নয়ন জলে, আমি চাই না ও সুখ যে সুখে বিদায় নিয়ে যাও গো চলে! আমায় দাও গো দূঃখ… যদি দাও…