কে আপন কে পর / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
কে আপন কে পর সলিল চক্রবর্ত্তী ” কর্তাবাবু ঠান্ডা তো ভালই পড়েছে, কত্যামা’কে বলি এককাপ গরম গরম চা করে দিতে” “কেন মিছিমিছি আমাকে চা খাওয়াতে গিয়ে নিজে বকা খাবি!” “একটু বকবে তো শুধু,মারবে তো না।” এই বলে বটেশ্বর ওরফে বটা রান্না ঘরের দিকে চলে গেল। কিংশুক বাবু সস্ত্রীক থাকেন বারাসাতের এই বাগান বাড়িতে। প্রায়…