অলীক ভাবনা সকল / পৌলমী দে পুরকাইত / বাংলা কবিতা /
“অলীক ভাবনা সকল” -:: পৌলমী দে পুরকাইত ::- শুদ্ধতা আরও বাকি জানি বলেছিলে আসবে মনে পড়ে না আর শেষ কবে এসেছিলে? বিছিয়েছি চাঁদোয়া জ্যোৎস্নায় ছবি ভেসে আসে সাদায় কালো দৃষ্টি? সে তো আবছায়া অতলের ডাক অক্ষর বেয়ে নামে আলো অলৌকিক তবু খুঁজে ফিরি জন্মান্তর শেষ হয়েও তবু হয় না আসা যাওয়ার সে পথ…