অন্তর মম: / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
“অন্তর মম:” ✍ রণজিৎ মন্ডল যতই লিখি গো কবিতা, যতই গাই না গান, এ হৃদয় যেন মরুভূমি সম ঝরিতে চাহে গো প্রাণ। কত মহাপ্রাণ দিল বলিদান, কত মনিষির কত যে দান, ডুবাইছি সব মানব সাগরে করিয়াছি তাঁদের ম্লান। মহাকবির গানে, আনে যে ভূবনে, ভালোবাসা আজও মানুষের মনে, তবুও কেন দিতে পারি না তাঁকে…