সংকীর্ণ রাজনীতি / সোমনাথ প্রামানিক / বাংলা কবিতা /
সংকীর্ণ রাজনীতি ✍ সোমনাথ প্রামানিক সহস্র কণ্টক ছড়াইয়া পথে রাখিয়াছে অজস্র সমাজপতি । বিদ্ধ হইতেছে পদতল , যন্ত্রণা দিয়া রুদ্ধ করিতে চাহে মোদের গতি । উজ্জ্বল চমকিত সে বাণী , কতনা করিতেছে তাহারা রঙিন শপথ । ভাঙিয়াছে বহুবিধ স্বপ্ন , গড়িয়া শিশার পথ । আগামী ভবিষ্যখানি ধ্বংসপ্রায় বর্তমান এই যুবসমাজের , কঙ্কালসার করিয়া…