আসবে তো! / মধুমিতা রায় চৌধুরী মিত্র / বাংলা কবিতা /
আসবে তো! মধুমিতা রায় চৌধুরী মিত্র চোখে প্রেম নিয়ে বসে আছি। তুমি আসবে বলে, এলে না তো, নাকি হচ্ছে দেরি? পথ হারালে? নাকি অন্য মেঘের খবর পেয়ে, সেইখানেই হৃদ ভাসালে? আমি গালে হাত রেখে অপেক্ষায় কিন্তু, না এলে গাল ফোলাব, দেরি হলেও চোখ ভেজাব! কথা দিলাম– তুমি না এলে– বে-রঙীন হয়ে, এমনি বসে, ধূসর বসন…