তোমার আলোয় / নন্দিতা চক্রবর্তী / বাংলা কবিতা /
তোমার আলোয় নন্দিতা চক্রবর্তী তোমার আলোয় দেখি তোমার ছবি বাতাস তোমার পরশ আনে বয়ে বুঝতে পারি হৃদয় ভরে আছো কাজল হয়ে আঁখির পলক ছায়ে। তোমার সকল কাজ-অকাজের ফাঁকে আমার পরশ জানি কোথাও নাই তোমার পাখি ঝাপটে মরে ডানা প্রতিপত্তির উচ্চ জানালায়। যেদিন তোমার ভাঙবে মোহের ঘোর সেদিনও আমি থাকবো বহু দুরে বুকের মাঝে বাজেই…