বাসনা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
বাসনা রণজিৎ মন্ডল বাসনা যখন যাতনাসম বিঁধিছে, এ মনে নিশিদিন, ভালোবাসা তখন নীরবে কাঁদে হৃদয় পিঞ্জরে আশাহীন! নীল নীলিমার সাদা মেঘ যখন কালোতে ঢাকে, মৃয়মান আলোকে সূর্য লুকায়, অন্তরালে থেকে! শ্রাবনের মেঘ ব্যথার সঞ্চারে ঝিরিঝিরি রবে কাঁদে, বাসনার আসন নিস্ফল ক্রন্দনে ভিজিছে অন্য স্বাদে! কে কাঁদিছে মনের গোপন গুহায় নীরবে একা, খুজে খুজে ফিরি…