সুজন মাঝি / অনিমেষ চ্যাটার্জী / বাংলা কবিতা /
সুজন মাঝি অনিমেষ চ্যাটার্জী ********** নীল সাগর আছে যেথায়, সেথায় বালুর চরে, সুজন মাঝি ঘর বানালো, সূয্যি ডোবার পরে। নাওয়ে ভেসে সুজন মাঝির, সারাটা দিন কাটে, সময় পেলে ভেড়ায় নাও, অচিনপুরের ঘাটে। পসরা ওঠে নানান রকম, নানা মানুষজনা, সুজন মাঝির নাওয়ের ভাড়া, এক আনা দু আনা। কেউ যদি যাও গো বাপু, সুজন মাঝির কাছে, বলো…