ঋণী / কিশোর বিশ্বাস / বাংলা কবিতা /
ঋণী কিশোর বিশ্বাস আমি কি আর আসতে পারি তারা হয়ে আছি যখন । তাই বলে কি ভুলতে পারি তোমার ধ্যানেই আছি মগন । তোমার সাথে কাটিয়ে গেলাম শেষ জীবনের যে ক টা দিন আমায় তুমি ভালবেসে চাপিয়ে দিলে যেটুকু ঋণ । দিনে দিনে বাড়বে সে ঋণ শোধ হবে না জানি চির ঋণী হয়ে যাব এই…