মেরিন ড্রাইভ ( রহস্য গল্প ) / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা ছোট গল্প /
মেরিন ড্রাইভ ( রহস্য গল্প ) মৌসুমী ঘোষাল চৌধুরী একটা আঙুল জন্ম থেকেই বঁটি দিয়ে কেটে ফেলেছিল ছোট্ট ধূপ। কচি মেয়ে তার বাবাকে খুশি করতে সব্জি কাটতে বসেছিল । বাবা মেয়ের আঙুলে ব্যান্ডেজ করে বাইক চালিয়ে যাওয়ার সময় বড় একটা গাড়ীর ধাক্কায় রক্তাক্ত লুটিয়ে পড়েছে। প্রথম দৃশ্যের পরে দেখা যাচ্ছে, সেই সময় মন্দারমনিতে মেরিন ড্রাইভে…