ভারতবর্ষ – ভিন্ন ভিন্ন উনুনে / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা /
ভারতবর্ষ – ভিন্ন ভিন্ন উনুনে মণিকা বড়ুয়া ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রূপে আমি কখনো মুগ্ধ কখনো বিচলিত কখনো নিরাশা কখনো আশার কিরণ— ভারতবর্ষ তিন ইঁটের গনগনে আঁচে ভারতবর্ষ সেভেন স্টার ম্যানশনের অতিবৈদ্যুতিক কিচেনের নিচে— ভারতবর্ষ বস্তির স্নান, জলপান রাম তাড়ি ঘুঁটে কয়লায় বহমান— অন্য ভারতবর্ষ— স্কচ, হুইস্কি ভদকা, হিরোইন হীরে জহরৎ– এ গুজরান্ বেহেস্ত– পহ্ চান্—…