স্মৃতির দহন / শিব প্রসাদ হালদার / লেখক আত্মকথা /
স্মৃতির দহন ✍️শিব প্রসাদ হালদার ১৯৬৮ সাল। তখন অষ্টম শ্রেণীর ছাত্র। এই প্রথম স্কুল ম্যাগাজিন প্রকাশ হবে জেনে ভীষণ খুশি হলাম। বাংলা শিক্ষক শ্রদ্ধেয় রাখাল দেবনাথ মহাশয়ের নির্দেশ মতো দুটি ছোট্ট গল্প লিখে জমা করলাম। পত্রিকা প্রকাশ হ’লে দেখলাম সেই দুটি গল্পই প্রকাশিত হয়েছে। একটা- “আমার ছোট্ট শাশুড়ি” আর অন্যটি ‘বন্ধু’। এই প্রথম আমার লেখা…