মধুর বসন্ত / অনিমেষ / বাংলা কবিতা /
মধুর বসন্ত ✍ অনিমেষ রাতের শেষে ভোর এসেছে ছড়িয়ে দিয়ে সোনার আলো ক্লান্ত চোখে রাতের তারা ঘরের পানে পা বাড়ালো। হিল্লোল আজ নতুন পাতায় দখিন হাওয়ার ঘুম ভাঙানি গাইছে কোকিল মধুর স্বরে নতুন দিনের আগমনী। লাজে রাঙা কৃষ্ণচূড়া শিমুল পলাশ জ্বালায় আগুন প্রেম এসেছে মনের ঘরে এসেছে আজ মধুর ফাগুন। রঙের ডালি ফুলের…