নৈহাটি জংশন / বাসুদেব চন্দ / বাংলা ছোট গল্প /
নৈহাটি জংশন বাসুদেব চন্দ উদম সিং এবং বলবন্ত সিং দুই বন্ধু। পাঞ্জাবি হলেও ভারি সুন্দর বাংলা বলেন। দুজনেই ভারতীয় রেলওয়েতে চাকরি করেন। মাস ছয়েক হল ট্রান্সফার নিয়ে ওঁরা কলকাতায় এলেন। মিষ্টি স্বভাবের এই দুই বন্ধু তাঁদের প্রতিবেশী এবং অফিস কলিগদের কাছে খুব পছন্দের মানুষ! কিন্তু দোষ ঐ একটাই, দেরি করে পৌঁছনো! যাকে বলে অকুপেশনাল ডিজিজ।…