প্রেম এক মুহূর্ত / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
প্রেম এক মুহূর্ত সুপর্ণা দত্ত খুব ভাল কেটেছিল ফাগুনের সেই সন্ধ্যেটা স্নিগ্ধ সমীর শান্ত সলিল নিস্তব্ধ ছিল গঙ্গার পাড়ে, গঙ্গার ঘাট ছিল প্রায় জনমানবহীন নিরিবিলি ছলাত ছলাত জল পড়ছিল সিঁড়িতে আছড়ে। দু’জনে মুখোমুখি ,চোখেতে চোখ থাকা ক্ষণকাল নির্বাক চেয়ে থেকে ছিলে কয়েক মুহূর্ত, মনের মাঝে যত অভিমান-রাগ হারিয়ে হৃদয়পুরে উঠেছিল জেগে প্রেম বিমূর্ত। সেই সে…