শূন্য ‘বাঞ্ছারামের বাগান’ / নবু / বাংলা কবিতা /
শূন্য ‘বাঞ্ছারামের বাগান’ নবু ‘র কলমে নিঃশব্দ নিস্তব্ধতার মাঝে শূন্য বাঞ্ছারামের বাগান, চোখের কোণ ছুঁয়ে বয়ে যায় শূন্যতা, হাওয়ার ছন্দে বেজে ওঠে একলা গান। একদিন ছিল আলো, ছিল বাগানে প্রাণ, বটের ছায়ায় শুনেছিলাম শিস, সোনা ধানের ঘ্রাণ, সেই কথা আজ যেন রূপকথা হয়ে আছে, ম্লান হয়ে আসে স্মৃতির কুয়াশা মাখা শিশির ভেজা ঘাসে। বাঞ্ছারামের গল্পের…