প্রসব যন্ত্রনা / মৌসুমী ঘোষাল চৌধুরী /
প্রসব যন্ত্রনা মৌসুমী ঘোষাল চৌধুরী সে ব্যথা গোয়াল ঘরে, অথচ কাঁদি না; চীৎকার ও না। কারো ভালোবাসার মুখটা মনে পড়ে। দুশ ছয়টি হাড় ভাঙার ব্যথা যোনিপথে। একটু পিপাসা পায়, প্রকৃত জলের চাহিদা। যে জল ক্রয় করার সময় এসেছে। সমস্ত পৃথিবী জুড়ে অভাব, অভিযোগ। যত অভিযোজন করেছি একটা নরম গোলাপ ফুটে উঠল, শীতে কাতর। জন্মেই সে…