ভাল থেকো / চিত্রশিল্পী তপন কর্মকার / বাংলা কবিতা /
ভাল থেকো চিত্রশিল্পী তপন কর্মকার ভাল থেকো মা ঠাকুর মা, নাতি পুতি নিয়ে। ভাল থেকো শত্রু মিত্র, তোমার আমার প্রিয়ে। ভাল থেকো গুল্ম লতা, কুসুম কলি ফোটো। ভাল থেকো ভাবনা গুলো, হও’না যতই ছোটো। ভাল থেকো পাঁকপাকালি, আম কাঁঠালের ছায়া। ভালো থেকো এই পৃথিবীর, সারা দেশের মায়া। ভাল থেকো কান্না হাসি, ভাল থেকো মন্দ। ভাল…