অর্ন্তযামীর চোখে জল / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
অর্ন্তযামীর চোখে জল মৃনাল কান্তি বাগচী যাকে আদর্শ ভেবে মনে মনে শ্রদ্ধা করিতাম ভালো করে জেনে দেখলাম, তিনি আসলে ভেজাল, মনের দুঃখে চুপটি করে বসে থাকি কিছুই লিখতে ইচ্ছে করেনা, লোকে বলে এটা কলিকাল। বাইরে যতই চাক চিক্য থাকনা কেন ভিতরে ভিতরে অন্তসার শূন্য,একেবারে মাকাল, সবই তালগোল পাকিয়ে ফেলে হয়ে গিয়েছি বেসামাল। মাকাল ফলদের এখন…