মুঠোবন্দি / বাসুদেব চন্দ / বাংলা ছোট হাসির গল্প /
মুঠোবন্দি বাসুদেব চন্দ গতকাল ছিল লাটু’বাবুর গিন্নি পদ্মকলির জন্মদিন। তাই অনেক রাত পর্যন্ত হৈচৈ করে আজ ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। তাতে অবশ্য অসুবিধা কিছু নেই; কারণ রান্নাবান্নার কোনও ঝামেলা নেই। সেকারণেই বাবা-মা-মেয়ে, তিনজনেরই আজ ফুরফুরে মেজাজ! শুধু বৃহস্পতিবার বলে লাটু’বাবু বাজারে গেলেন ফুল-পাতা আর কিছু ফল আনবেন বলে। পদ্মকলির মোবাইলে…