পূজার ফুল / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“পূজার ফুল” ✍ রণজিৎ মন্ডল তুমি আছো মনের গভীরে, নিত্য আসা যাওয়া মনে, নয় কখনো বাহিরে। তবু এই মন মনে রাখে তোমারে। লাল নীল সাদা কত রঙ তোমার অন্তরে, আমি যে সুন্দরের পূজারী তাই সব রঙই ভালোবেসে রাখি যতন করে। কত গুনে গুনী তুমি, দেখেছি, শুনেছি ও মেনেছি নয় ভয়ে, নয় সয়ে, মেনেছি…