নদীর কথা / বাংলা কবিতা / অনিমেষ /
// নদীর কথা // ✍ অনিমেষ ও নদী তোর উদাস মনের গোপন কথা বলিস কারে, স্বপ্ন ভাসে জলের তোড়ে, ছলাৎ ছল ছলাৎ ছল, ও নদী তোর প্রাণের কথা, বানভাসি ওই মনের ব্যথা, অচিন পথের না ফুরানো হরেক রকম গল্প গাথা চুপি চুপি আমায় বল। ঘাট ছুঁয়ে তোর মন আনচান সোহাগী রঙ ঢেউ জেগেছে,…