মুক্তির অপেক্ষায় / অনিমেষ / বাংলা কবিতা / বড়দিন সংখ্যা /
// মুক্তির অপেক্ষায় // ✍ অনিমেষ হৃদয়ের গোপন গুহায় ভালবাসার নিভু নিভু আগুনটাকে আর একটু নয় উস্কে দাও / গোটা পৃথিবীটাই আজ নিজেদের আঁকড়ে ধরা সুখ-স্বপ্নের স্বার্থ কোটরে এক অদ্ভুত শীতঘুমে আচ্ছন্ন / মানসিক দুরত্বের বরফ চাঙড় ভেঙে ওদেরও জড়তা কাটাতে ভালবাসার নরম ওম আর পাশে থাকা বন্ধুত্বের আশ্বাসের উষ্ণ স্পর্শ সঞ্চার চাই…